চলমান ২০২৫ ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দুর্দান্ত পারফরম্যান্সে যখন ফুটবলবিশ্ব বিস্মিত, ঠিক তখনই বড়সড় ঘোষণা এলো ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) কাছ থেকে। কনফেডারেশনের সভাপতি সামির শাউদ জানিয়েছেন, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল। এ লক্ষ্যে ইতোমধ্যেই ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে প্রাথমিক বৈঠকও করেছেন তিনি।
সম্প্রতি ফিফার এক্সিকিউটিভ ফুটবল সামিটে অংশ নেন শাউদ। সেখানে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ব্রাজিলের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন তিনি। এরপর সংবাদমাধ্যমকে জানান, “আমি প্রেসিডেন্ট ইনফান্তিনোকে জানাই, ক্লাব বিশ্বকাপ আয়োজন আমাদের বড় লক্ষ্য। তিনি ব্যাপারটি খুব ইতিবাচকভাবে নিয়েছেন এবং বলেন, এটি পুরোপুরি বাস্তবসম্মত।”
শাউদ আরও বলেন, “এখন আমাদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। ব্রাজিল এই টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত এবং এটিই হবে আমাদের ফুটবলের জন্য একটি বিশাল অর্জন।”
ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সাম্প্রতিক সাফল্য এই প্রস্তাবকে আরও জোরালো করেছে। চলতি ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় জায়ান্টদের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী ক্লাব—বোটাফোগো ও ফ্ল্যামেঙ্গো।
বোটাফোগো ১-০ গোলে হারায় চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজিকে
ফ্ল্যামেঙ্গো ৩-১ ব্যবধানে হারায় কনফারেন্স লিগজয়ী চেলসিকে
এই জয়ে ফুটবলবিশ্বে আবারও প্রমাণিত হয়েছে—দক্ষিণ আমেরিকা এখনও ইউরোপের বড় ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে।
২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনে ব্রাজিলের একটি বড় সুবিধা হলো তাদের ঐতিহ্যবাহী ফুটবল সংস্কৃতি ও বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা। অতীতে একাধিকবার সফলভাবে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে দেশটি।
বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে ব্রাজিলের আয়োজক হওয়ার প্রস্তাব এখন শুধুই স্বপ্ন নয়—এটা বাস্তবতার খুব কাছাকাছি।