সোনার লড়াইয়ে আজ বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বন্যা-হিমুর প্রতিপক্ষ দ্বীপশিখা ও অভিষেক ভার্মা। ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দারুণ একটা দিন কাটাল বাংলাদেশ। কয়েকদিনের হতাশার গল্পের মাঝে অবশেষে দলগত ইভেন্ট থেকে একটি পদক নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। জাতীয় স্টেডিয়ামে বুধবার সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ স্কোরে হারায় বাংলাদেশ। ভুটানকে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে এলিমিনেশন রাউন্ড শরু করা বন্যা-হিমু জুটি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয় ইরানের। সেখানে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেন তারা।

আর এবার ফাইনালে উঠে পদক নিশ্চিত করল বাংলাদেশ। ফাইনালে ওঠার উচ্ছ্বাস নিয়ে হিমু বাছাড় এখন অপেক্ষায় দেশের মানুষের মুখে হাসি ফুটানোর। ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন থেকে চারটা আন্তর্জাতিক ইভেন্ট খেলেছি একসাথে, কিন্তু কোনো পদক ছিল না। এই প্রথম আমরা ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য আমাদের। সবসময় চেষ্টা ছিল দেশের জন্য কিছু করার।” রিকার্ভের মতো কম্পাউন্ড ইভেন্টেও আলাদা কোচের দাবি তুলে বন্যা আক্তার জানালেন ফাইনালে ভালো কিছু পাওয়ার আশাবাদ। আমাদের এ পর্যন্ত তেমন কোনো ভালো ফল হয়নি।

আশা করি, এবার হবে। সবশেষ ২০২৪ সালে ভুটানে ব্যক্তিগত ইভেন্টে রুপা পেয়েছিলাম। জাতীয় দলে ৯ বছর ধরে আছি। আশা করি, এবার ভালো কিছু হবে।