ঢাকায় ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে আগামী ৮ নভেম্বর।জাতীয় স্টেডিয়ামে সাতদিনব্যাপী অংশ নিবে ৩৪ দেশের আর্চাররা। যা শেষ হবে ১৪ নভেম্বর।বাংলাদেশ আর্চারী ফেডারেশন সূত্রে জানা গেছে ৩৪ দেশের ৩৭৬ জন আর্চার অংশ নেবেন এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্টে।ইতমধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। প্রথম দল হিসেবে এরই মধ্যে ঢাকায় এসেছে তিমুর লেস্তে।এদিকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এই দলে রয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলাম ও ইতি খাতুনসহ অন্যরা। আগামী ৮ নভেম্বর এশিয়ান আর্চারির এই বৃহৎ আসর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে। জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর।এ নিয়ে তৃতীয়বারের মতো আর্চারির এই মর্যাদার ইভেন্ট আয়োজন হচ্ছে ঢাকায়। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

বাংলাদেশ দল:রিকার্ভ পুরুষ : আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, মোহাম্মদ রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহা।

রিকার্ভ মহিলা : সিমা আক্তার শিমু, মোছাম্মাৎ ইতি খাতুন, সোনালি রায় ও মোসাম্মাৎ আরভি আক্তার।

কম্পাউন্ড পুরুষ : মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মাদ আসিফ মাহমুদ।

কম্পাউন্ড মহিলা : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, মোছাম্মাৎ কুমসুম খাতুন ও মিথিলা আক্তার।কোচ: মার্টিন ফ্রেডরিখ (প্রধান কোচ), মোহাম্মাদ নুর-এ আলম, মোহাম্মাদ হাসান ও রিমা আক্তার। উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল আলম (টিম ম্যানেজার)।