উৎসবের আমেজে শুরু হয়েছে ২৯তম পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবল।বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ঢোকার মুখে ছিল স্কুলের ছাত্র-ছাত্রীদের ছবি তোলার ভীড়। হ্যান্ডবল ফেডারেশনের ফুল বাগানে তৈরি সেলফি বক্স ছিল খুদে খেলোয়াড়দের কলকাকলিতে মুখর। এই প্রতিযোগিতা ঘিরেই যত আয়োজন। মাঠের বাইরে সেলফি উৎসব তো ছিলই। মাঠের মধ্যেও ছোট মঞ্চে আয়োজন করা হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছোট ছোট হ্যান্ডবল খেলোয়াড়েরা নাচল, গাইলো। স্কুলগুলোর নাম সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল তারা। উদ্বোধনী অনুষ্ঠানে সার বেধে দাঁড়ানো কচি-কাচা খেলোয়াড়দের চোখে মুখে ছিল রোমাঞ্চর ছোঁয়া।