এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে হারিয়ে নানা সমীকরণে ভর করে শেষ পর্যন্ত সুপার ফোরে জায়গা করে নিয়েছে লিটন দাসরা।

এশিয়া কাপের এই লড়ায়ে কারা জিতবে তা নিয়ে খেলা প্রেমীদের মাঝে পক্ষে বিপক্ষে চলছে চুল ছেরা বিশ্লেষন।

আর সুপার ফোরের প্রথম ম্যাচেই আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজকের ম্যাচে গ্রুপপর্বের হার শোধ করার সুযোগ পাচ্ছে টাইগাররা।

এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। শ্রীলঙ্কা জয়ী হয়েছে ২ বার। বাংলাদেশ জিতেছে ১ বার।

২০১৬ সালে বাংলাদেশ জিতেছিল ২৩ রানে। ২০২২ সালে ১৮৩ রানের লক্ষ্য দিয়েও ২ উইকেটে হারে বাংলাদেশ। চলতি আসরের গ্রুপপর্বে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছে। এর মধ্যে টাইগাররা জিতেছে ৯টিতে, আর লঙ্কানরা জয় পেয়েছে ১৩ ম্যাচে। আজকের ম্যাচে বাংলাদেশ জিততে পারলে এশিয়া কাপে দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান সমান হবে।

আজ রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে শুধু প্রতিশোধই নয়, পরিসংখ্যানেও ব্যবধান কমানোর সুযোগ থাকবে।

এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে এবং তার পরদিনই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। ব্যস্ত সূচিতে দলটি কতটা ভালো খেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।