প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় দিয়ে শুরু করেছিল গুলশান ক্রিকেট ক্লাব। তারপর টানা ২ ম্যাচ হেরে যায় দলটি। তবে চতুর্থ খেলায় গিয়ে জয়ের ধারায় ফিরেছে গুলশান ক্রিকেট ক্লাব। গতকাল বৃহস্পতিবার শেরে বাংলায় রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। আগের ম্যাচে ফিফটি করা লিটন দাস হঠাৎ ইনজুরিতে পড়ে মাঠের বাইরে। সে ধাক্কা সামলে হোম অব ক্রিকেটে ব্যাট ও বলে ঠিকই নিজেদের মেলে ধরেছে গুলশান। তুলে নিয়েছে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় জয়। ডানহাতি পেসার আসাদুজ্জামান পায়েল আর স্পিনার নিহাদউজ্জামান প্রথম সেশনে মাপা ও কার্যকর বোলিং করে রূপগঞ্জ টাইগার্সকে ২২৮ রানে আটকে রাখেন। ২২৯ রানের লক্ষ্য সামনে রেখে গুলশানের স্পেশালিস্ট ব্যাটারদের সবাই রান পেয়েছেন। তারপর তরুণ ওপেনার জাওয়াদ আবরার জয়ের মিশনে সামনে দলকে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৭৫ বলে ৬৭ রানের এক দায়িত্ব সচেতন ইনিংস উপহার দেন জাওয়াদ আবরার। তার ওপেনিং পার্টনার ও ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম (৩৭ বলে ৪০) আর মিডল অর্ডার খালেদ হাসান (৮১ বলে ৪৩) আরও দুটি সহায়ক ইনিংস উপহার দিয়ে দলকে এগিয়ে দেন। এরপর দুই তরুন ইফতিখার ইফতি ও হাবিবুর শেখ মুন্না পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪৮ রান তুলে ১৯ বল আগে দল জিতিয়ে সাজঘরে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ টাইগার্স: ৫০ ওভারে ২২৮/৯ (অমিত মজুমদার ৮৮, মইনুল ১২, মাহমুদুল হাসান লিমন ২৩, আল আমিন জুনিয়র ২৮, ফয়সাল ১২, আরিফুল হক ৪০; আসাদুজ্জামান পায়েল ৪/৫৩, নিহাদউজ্জামান ৩/৪৫, ফরহাদ রেজা ১/১৯)।
গুলশান ক্রিকেট ক্লাব: ৪৬.৫ ওভারে ২৩২/৪ (জাওয়াদ আবরার ৬৭, আজিজুল হাকিম তামিম ৪০, খালেদ হাসান ৪৩, নাইম ইসলাম ২১, ইফতিখার ইফতি ২৫*, হাবিবুর শেখ মুন্না ২৪*; মাহমুদুল হাসান লিমন ৩/৪৭)।
ফল: গুলশান ক্রিকেট ক্লাব ৬ উইকেটে জয়ী।