চেন্নাই সুপার কিংসের বিপক্ষেই জ্বলে উঠলো ভারতের সাবেক অধিনায়ক ররোহিত শর্মার ব্যাট। ৪৫ বলে অপরাজিত থেকেছেন ৭৬ রানে। তার সঙ্গে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৯ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৬ রান। জবাব দিতে নেমে মাত্র রায়ান রিকেলটনের উইকেট হারিয়েই ২৬ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার রায়ান রিকেলটন ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা রোহিত শর্মা ৬.৪ ওভারে গড়ে তোলে ৬৩ রানের জুটি। ১৯ বলে ২৪ রান করে রিকেলটন আউট হয়ে গেলে জুটি বাধেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। এই দু‘জন গড়ে তোলেন ১১৪ রানের জুটি। ৪৫ বলে ৪ বাউন্ডারি এবং ৬ ছক্কায় ৭৬ রান করে রোহিত। ৩০ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। এবারের আইপিএলে প্রথম চেন্নাইয়ের মোকাবিলা করেছিলো মুম্বাই। ওই ম্যাচে চেন্নাইর কাছে মুম্বাই হেরেছিলো ৪ উইকেটের ব্যবধানে।

রোহিত শর্মা আউট হয়েছিলেন শূন্য রানে। এপর আরও পাঁচটি ম্যাচ খেলেছেন রোহিত। সর্বোচ্চ রান ছিল ২৬। অবশেষে হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি এবং সমালোচকদের সমালোচনারও জবাব দিলেন।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা। শিবাম দুবে ৩২ বলে ৫০ রান করে আউট হন।