মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং পরানো হয়েছে। তার অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। তামিমের সুস্থতা কামনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের সঙ্গে একটি পুরোনো ছবি দিয়ে পোস্টে করেন ম্যাশ।