ক্রিকেট
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডের’ প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের এই টুর্নামেন্টের ড্রাফটে মোট ২৭০ জন ইংলিশ এবং ৩৫০ জন বিদেশী ক্রিকেটার নাম লিখিয়েছেন। দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ জন
Printed Edition
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের এই টুর্নামেন্টের ড্রাফটে মোট ২৭০ জন ইংলিশ এবং ৩৫০ জন বিদেশী ক্রিকেটার নাম লিখিয়েছেন। দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ জন পুরুষ ক্রিকেটার নিবন্ধন করেছেন। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার পাউন্ড। যদিও দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে বর্তমানে দেশে ফিরতে পারছেন না এবং জাতীয় দলের হয়েও খেলতে পারছেন না। ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞা পেলেও, দ্য হান্ড্রেডের আয়োজকরা তাকে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যে রেখেছেন। এছাড়া, ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার - লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী। ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্যে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। নাহিদ রানার সাম্প্রতিক পারফরম্যান্স তাকে পিএসএলে পেশাওয়ার জালমির স্কোয়াডে জায়গা করে দিয়েছে। নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়া ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২০ ক্রিকেটার। এই তালিকায় আছেন - খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিদেশী ক্রিকেটারদের তালিকায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, অ্যানরিখ নরকিয়া, নাসিম শাহ ও ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। এবার বাংলাদেশী ক্রিকেটারদের কেউ দল পান কিনা সেটাই দেখার বিষয়। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর কয়েকটি মৌসুম পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো বাংলাদেশী ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। যদিও আগের মৌসুমগুলোতে বেশ কয়েকজন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, কিন্তু তারা দল পাননি।