এক ওভারে ৪৫ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি। যা ইতিপূর্বে কেউ কখনও চিন্তাও করতে পারেননি। ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি। তিনি মাত্র ৪৩ বলে ১৭টি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ১৫৩ রানে নজির গড়েন। ১ আগস্ট শুক্রবার ইসিএস টি-টেন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্টি ক্রিকেট বনাম গিলফোর্ড। এই ম্যাচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগানিস্তানের ওপেনার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করেন। গিলফোর্ডের বোলার বিল এর্নির ওভারে উসমান এই রেকর্ড গড়েন। এর্নির এই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩টি চার হাঁকিয়ে ৪২ রানের রেকর্ড গড়েন। পাশাপাশি এই ওভারে ২টি নো বল এবং একটি ওয়াইড বল হয়েছে। ফলে, আরও তিন রান যোগ হয়েছে। পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড। ২৮ বছর বয়সি উসমান গনি আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার। ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়।
ক্রিকেট
এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
এক ওভারে ৪৫ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি। যা ইতিপূর্বে কেউ কখনও চিন্তাও করতে পারেননি। ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি।
Printed Edition
