আরও একটি ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে একটিও বল না করে সর্বোচ্চ রানের মালিক এখন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার! ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, গলে ব্যাট করতে নেমে মুশফিক অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে গেছেন। এতদিন ধরে এই রেকর্ড ছিল গিলক্রিস্টের দখলে, যিনি ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, কিন্তু বল হাতে কখনোই তাকে দেখা যায়নি। এবার সেই তালিকায় শীর্ষে নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর প্রায় দুই দশক ধরে মুশফিকুর রহিম বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ এবং নির্ভরতার প্রতীক। ব্যাটিং অর্ডারের বিভিন্ন অবস্থানে খেললেও প্রতিটি দায়িত্বই তিনি নিষ্ঠার সাথে পালন করেছেন। চলমান গল টেস্টে অধিনায়ক শান্তর সাথে ২৬৪ রানের এক অসাধারণ জুটি গড়েছেন মুশফিক। শান্ত ফিরে গেলেও মুশফিক অপরাজিত থেকে ইনিংসকে আরও বড় করছেন। মুশফিকের এই রেকর্ডটি এতটাই অনন্য যে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। তিনি প্রায় ১৫ হাজার রানের মালিক হলেও তার নামের পাশে কোনো বোলিং ফিগার নেই। ক্রিকেট ইতিহাসে এমন নজির অত্যন্ত বিরল।