ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ২০২৫-২৬ মৌসুমের পুরুষদের আন্তর্জাতিক রিটেইনার চুক্তির তালিকায় বড় পরিবর্তন এনেছে। বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, জশুয়া দা সিলভা ও কাভেম হজকে বাদ দিয়ে জাস্টিন গ্রিভস, শেরফান রাদারফোর্ড ও জোমেল ওয়ারিকানকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষদের রিটেইনার চুক্তিতে রয়ে গেছেন শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি ও জেইডেন সিলস। সিডব্লিউআই-এর ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, বর্তমান পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখেই এসব চুক্তি প্রদান করা হয়েছে। এদিকে জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস ও জোহান লেইন পেয়েছেন স্টার্টার চুক্তি। পাশাপাশি ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী ক্রিকেটারকে একাডেমী চুক্তি প্রদান করা হয়েছে। নতুন চুক্তি কার্যকর হবে ১ অক্টোবর ২০২৫ থেকে।

ওয়েস্ট ইন্ডিজের ২০২৫-২৬ পুরুষদের চুক্তিতে যারা আছেন

সিনিয়র পুরুষ ক্রিকেটাররা: অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, রস্টন চেইজ, জাস্টিন গ্রিভস, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, জোমেল ওয়ারিকান।

স্টার্টার চুক্তি: জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, জোহান লেইন।