সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস। সিলেট টেস্টের প্রথম দিন উইকেটের পেছনে দুটি স্টাম্পিং করে তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ১৭টি স্টাম্পিংয়ের নতুন রেকর্ড গড়েছেন। এর আগে দীর্ঘদিন ধরে ১৫টি স্টাম্পিং নিয়ে তিনি মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। শততম টেস্টের দ্বারপ্রান্তে থাকা মুশফিককে পেছনে ফেলে এই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন লিটন। লিটন দাস চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫তম স্টাম্পিং করে মুশফিকের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এবার আইরিশ ব্যাটারদের দুজনকে স্টাম্পিং করে তিনি এককভাবে শীর্ষে চলে এলেন। কেবল টেস্ট বিবেচনায় ডিসমিসাল (স্টাম্পিং ও ক্যাচ) ক্ষেত্রেও লিটন এখন এগিয়ে। ৫১ টেস্টে তার ডিসমিসালের সংখ্যা ১১৬টি, যা মুশফিকের ১১৩টি ডিসমিসালের চেয়ে বেশি। তবে তিন ফরম্যাট মিলিয়ে এখনো মুশফিকুর রহিমই দেশের ইতিহাসে সেরা। মোট ৪৭২টি ডিসমিসাল নিয়ে তিনি শীর্ষে আছেন। সেখানে লিটন দাসের ডিসমিসাল সংখ্যা ১৯২টি। বিশ্ব ক্রিকেটে টেস্টে সর্বাধিক ৫২টি স্টাম্পিংয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক বার্ট ওল্ডফিল্ডের দখলে। আর সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ১৯৫টি স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে ভারতীয় কিংবদন্তি এমএস ধোনির।
ক্রিকেট
স্টাম্পিংয়ে রেকর্ড গড়লেন লিটন
সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস। সিলেট টেস্টের প্রথম দিন উইকেটের পেছনে দুটি স্টাম্পিং করে তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে সর্বোচ্চ