ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হয়নি। পিছিয়ে গেছে প্রায় এক বছর। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে এ বছর আর সিরিজটি হচ্ছে না। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এ বছরের মতো ভারত জাতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মূলত দুই বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যৎ সফর অনুযায়ী আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। এখন সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও উভয় দলের ব্যস্ততা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে। এক বিবৃতিতে গতকাল বিসিবি জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের আন্তর্জাতিক ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ভারতকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে স্বাগত জানাতে মুখিয়ে আছে বাংলাদেশ। সিরিজের নতুন সূচি ও ম্যাচের দিনক্ষণ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ২০২২ সালের ডিসেম্বরে সবশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। সেবার টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা। আগামী আগস্টে সিরিজের সূচিতে পরিবর্তন হলেও ম্যাচের সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকছে ভারতের বাংলাদেশ সফরে।
ক্রিকেট
আগামী বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হয়নি। পিছিয়ে গেছে প্রায় এক বছর। চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে এ বছর আর সিরিজটি হচ্ছে না। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ