পিএসএল ফাইনাল ম্যাচের কারণে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সম্ভাব্য নতুন তারিখ হতে পারে ২৭ মে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু একই দিনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় এই সিরিজের শুরু পিছিয়ে যেতে পারে দুই থেকে তিন দিন। পাকিস্তান-ভারত উত্তেজনায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করা হলে শঙ্কা দেখা দেয় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও। তবে পাকিস্তান সফরে যেতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভারত-পাকিস্তান সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের জেরে স্থগিত হওয়া পিএসএলের নতুন সূচি অনুযায়ী ফাইনাল নির্ধারিত হয়েছে ২৫ মে। ফলে একই দিনে দুই বড় ম্যাচ আয়োজন করা সম্ভব না হওয়ায় বাংলাদেশ সিরিজ পিছিয়ে দিতে হচ্ছে। এ নিয়ে পিসিবি ও বিসিবির মধ্যে আলোচনা চলছে। তবে স্বস্তির খবর হলো, সূচি পেছানো হলেও সিরিজের দৈর্ঘ্য বা ম্যাচসংখ্যায় কোনো কাটছাঁট হচ্ছে না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাঁচটি টি-টোয়েন্টিই অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, নতুন করে বদল আসছে ভেন্যুতেও। শুরুতে যেখানে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ধরা হয়েছিল। তবে এখন সব ম্যাচ একটি ভেন্যুতেই আয়োজনের চিন্তা করছে পিসিবিÑযাতে নিরাপত্তা ও লজিস্টিক ইস্যুগুলো সহজে সামলানো যায়। ভারতের সাথে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির কারণে স্থগিত হওয়া এই লিগের এখনও আটটি খেলা বাকি আছে এবং পিসিবি সেই সাথে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি যত তাড়াতাড়ি সম্ভব মৌসুম শেষ করতে আগ্রহী। পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে নির্দিষ্ট তারিখ এবং ভেন্যু নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা। জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ফিরে আসার সম্ভাবনা কম। যার প্রভাব পড়বে স্কোয়াডগুলোতে। কিছু ফ্র্যাঞ্চাইজি অন্যদের তুলনায় বিদেশি খেলোয়াড়দের পুনরায় যোগদানের বিষয়ে বেশি আত্মবিশ্বাসী। এমনকি পিসিবি রিপ্লেসমেন্ট ড্রাফট করার কথাও ভাবছে। যদিও সেই ড্রাফটে ভালোমানের খেলোয়াড় পাওয়া নিয়ে সংশয় আছে। বেশ কয়েকজন স্টেকহোল্ডার বলেছেন যে, লিগ স্থগিত করার সময়কালের অস্থিরতার কারণে পিসিবি যে সিদ্ধান্ত নিয়েছিল, তার ফলে মৌসুমের বাকি সময় বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, পিএসএল এক পর্যায়ে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ভিন্ন বিকল্পের মধ্য দিয়ে যায়। যদিও এখন পর্যন্ত এই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিসিবি জানিয়েছে যে, তারা এই সফর নিয়ে সক্রিয় এবং দুই পক্ষের আলোচনা চলছে। তবে পিএসএল যদি মে মাসের শেষ দশদিন হয়, তবে বাংলাদেশ সিরিজের জন্য নতুন সূচি নির্ধারণ করতে হবে। বাংলাদেশের পাকিস্তান যাওয়ার কথা ২১ মে। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার মধ্যে প্রথম দুটি ফয়সালাবাদে এবং বাকি তিনটি লাহোরে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-
২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ,
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ,
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর,
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর,
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।