আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই থেকেই ছিটকে গেল ব্রাজিল। গত রোববার আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল নারী ক্রিকেট দল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে ২৯ রানে হেরেছে আসর থেকে ছিটকে যায় ব্রাজিল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮২ রানে অলআউট হয় কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন য়ামারপ্ল কর। তাছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন গর্ডিয়াল-জন ও থেসা লাভিয়া। জনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর লাভিয়া করেছেন ১০ রান। ১২০ বলে ৮৩ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন মনিকে মাচাদো। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।এই আসরে তাদের পঞ্চম ম্যাচ এটি। পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে চার হার ব্রাজিলের।
ক্রিকেট
নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই থেকেই ছিটকে গেল ব্রাজিল
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই থেকেই ছিটকে গেল ব্রাজিল। গত রোববার আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে
Printed Edition
