এবার আন্তর্জাতিক ক্রিকেটে আরো একজন ব্যাটার এক ওভারে মেরেছেন ছয় ছক্কা। গতকাল বুলগেরিয়ার মানান বশির এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন। ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা একাধিকবার দেখা গেছে। তারপরও সব ব্যাটারদেরই স্বপ্ন থাকে এমন রেকর্ডে না তোলা। ষষ্ঠ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি গড়েছেন বশির। বুলগেরিয়ার এই উইকেটকিপার ব্যাটার গতকাল জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে মেরেছেন ৬ ছক্কা। বুলগেরিয়ার সোফিয়ায় ন্যাশনাল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তোলে জিব্রাল্টার। ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় ১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বোলিংয়ে আনেন কবির মিরপুরীকে।তাকে টানা ৬টি ছক্কা মারেন মানান বশির। তাতে ২ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে যায় বুলগেরিয়া। এর আগেও ৫বার এমন ঘটনা ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটে। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি প্রথম গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। এরপর যুবরাজ সিং, কাইরন পোলার্ড, জাসকরন মালহোত্রা এবং দীপেন্দ্র সিং ঐরী একই কীর্তি গড়েছেন। ইন্টারনেট।