DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই- শান্ত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোন ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে বাংলাদেশ। টানা দুই হারে আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শান্তনার জয় পেতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোন ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে বাংলাদেশ। টানা দুই হারে আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শান্তনার জয় পেতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় কোনো জয় না পাওয়া শান্তদের প্রাপ্তি এক পয়েন্ট। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে ম্যাচটি না হওয়ায় হতাশা প্রকাশ করে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন,‘আমি খুবই হতাশ। আমরা সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না।’ তবে হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন শান্ত। এই অধিনায়ক বলেন, ‘আমরা যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব।’ ব্যাটারদের ব্যর্থতার মাঝেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন টাইগার পেসাররা। বিশেষ করে তরুণতুর্কি নাহিদ রানা এক ম্যাচ খেলেই অনেকের নজর কেড়েছেন। দলের পেস ইউনিট নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশের পেস বোলিং বিভাগ উন্নতি করেছে। তিনি বলেন, ‘আমরা সবসময়ই ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে। তাসকিন, রানা ভালো করছে, মুস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি তারা দলের জন্য সেরাটা দেবে।’ ব্যাটিংয়ে স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমাকে নেটে আরও ভালো অনুশীলন করতে হবে। স্ট্রাইক রোটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, দলের সবাই বুঝতে পারবে যে আমাদের কী করা প্রয়োজন।’