ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC) ব্যাংকিং কমিশন, প্যারিস আইসিসি বাংলাদেশ এর সাথে যৌথভাবে ২০২৭ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ঢাকায় ICC Global Banking Commission Meeting আয়োজনের প্রস্তাব করেছে। এই প্রস্তাবটি ১২ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশন এর সভায় গৃহীত হয়েছে। এটা উল্লেখ্য যে, এই বৈশ্বিক সভাটি প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে আয়োজিত হয়। আগামী ২০২৬ সালের সভাটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। আইসিসি ব্যাংকিং কমিশনের বর্তমানে ৬০টিরও বেশি দেশের ৮০০-এর বেশি সদস্য রয়েছে। এই সভাগুলোতে আইসিসি ন্যাশনাল কমিটির সদস্য, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থা, বাণিজ্যিক ব্যাংক ও সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রতিষ্ঠান, কর্পোরেট, ফিনটেক ও প্রযুক্তি কোম্পানি, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান (DFIs/IFIs), আইনজীবী প্রতিষ্ঠান এবং বীমা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে থাকেন।

২০২৫ সালের কার্যক্রম পর্যালোচনা শেষে ICC বাংলাদেশ ব্যাংকিং কমিশন ২০২৬ সালের প্ল্যান অব অ্যাকশন তৈরি করে। পরিকল্পনায় ব্যাংকার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (MSME) এবং নারী উদ্যোক্তাদের জন্য কর্মশালা আয়োজনের পাশাপাশি সেমিনার, রাউন্ডটেবিল ও সংলাপের ব্যবস্থা করার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সিদ্ধান্ত নেয়া হয় যে, কমিশনের আরও নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হতে হবে যেখানে আলোচনার মূল বিষয় হবে আর্থিক প্রতিষ্ঠানের ওপর এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব, আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন, সাইবার সিকিউরিটি, এবং ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু। প্রেসবিজ্ঞপ্তি।