আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলই টি-টোয়েন্টি ফরম্যাটে আসন্ন সিরিজটি খেলতে সম্মত হয়েছে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই আসন্ন পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে এ নিয়ে দুই বোর্ডের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘দুই বোর্ডের মধ্যে এ নিয়ে কথা হয়েছে। পাকিস্তান সিরিজের আগে দুটি ম্যাচ খেলতে পারলে বাড়তি আত্মবিশ্বাসও যোগাবে ক্রিকেটারদের জন্য।’ এই সিরিজ হলে ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে পারে আগামী ১৮ ও ২০ মে। এরপরই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে ২৫ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।