আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জিতেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের অপেক্ষায় টাইগাররা। আগামীকাল বুধবার মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যস্ত দিন কাটিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। বুধবার শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে সকাল থেকেই ছিল বাড়তি তৎপরতা। সকালে প্রথমে অনুশীলনে নামে আয়ারল্যান্ড দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দীর্ঘ সময় ঘাম ঝরান সফরকারীরা। নতুন বলের অনুশীলন, ক্যাচিং ড্রিল আর স্পিন মোকাবিলার বিশেষ সেশন ছিল তাদের প্রস্তুতির মূল অংশ। পরবর্তী সময়ে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে নামে বাংলাদেশ দল। শান্ত, লিটন, জয়রা দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলনে সময় কাটান। পেসারদের সঙ্গে আলাদা পরিকল্পনা নিয়ে কাজ করেন বোলিং কোচ। স্পিনারদেরও দেখা যায় মিরপুরের উইকেট বুঝে খেলার কৌশল রপ্ত করতে। পুরো সেশন জুড়েই দলের মধ্যে ছিল সিরিয়াস ও মনোযোগী প্রস্তুতির ছাপ। এর আগে ফুটবল নিয়ে হালকা মেজাজের অনুশীলনে দেখা যায় টাইগারদের। ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলকেও দেখা যায় ব্যাটারদের দিকে বাড়তি মনোযোগী। এদিকে আগামীকালের ম্যাচ বাংলাদেশের জন্য শুধু একটি সাধারণ টেস্ট নয়।

এটি উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট। দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছাচ্ছেন তিনি। তাই ম্যাচটিকে ঘিরে দলের ভেতরেও রয়েছে বাড়তি উত্তেজনা ও উচ্ছ্বাস। সব মিলিয়ে আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে মিরপুরে প্রস্তুতি এখন পূর্ণতা পাচ্ছে। দুই দলের অনুশীলন, মুশফিকের শততম ম্যাচের আবেগ সব মিলিয়ে মিরপুরে ইতিমধ্যে জমে উঠেছে টেস্টের আমেজ।