জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা লপাপণ শ্রীলংকা। গতকালের ঘোষিত দল থেকে দারুণ ফর্মে থাকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও সম্ভাবনাময় তরুণ পেসার এহসান মালিঙ্গা বাদ পড়েছেন। সাদা বলের সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে শ্রীলঙ্কা। এশিয়া কাপের আগে সেখানেই নিজেদের প্রস্তুতি সারবে তারা। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ আগস্ট। এই দল থেকে হাসারাঙ্গার অনুপস্থিতি অনুমিত ছিল। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ওই সিরিজে ১১.৬৭ গড়ে ৯ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ বোলার ছিলেন এই স্পিনার। এশিয়া কাপের আগে তাকে নিয়ে বেশ সতর্ক নির্বাচকরা। হাসারাঙ্গা সেরে ওঠার সময় পেলেও আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ফিটনেস ফিরে পাবেন কি না সেই শঙ্কা আছে। ওয়ানডে স্কোয়াড থেকে এহসানকে কৌশলগত কারণে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি এসএলসি টি-টোয়েন্টি লিগে তার পারফরম্যান্স দেখার পর তাকে বিশেষভাবে এই ফরম্যাটের জন্য প্রস্তুত করতে চান নির্বাচকরা। আসন্ন এশিয়া কাপে তাকে নিয়ে পরিকল্পনা আছে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিন্দু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রতœায়েকে, দুনিথ ভেল্লালাগে, মিলান রতœায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, আসিথা ফার্নান্ডো, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা।