জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। বোর্ড অব ডিরেক্টরে একাধিকবার নির্বাচিত হতে পারবেন যে কেউ। আগের আইনে অবশ্য দুবারের বেশি কেউ বোর্ড অব ডিরেক্টর হতে পারতেন না।
জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। বোর্ড অব ডিরেক্টরে একাধিকবার নির্বাচিত হতে পারবেন যে কেউ। আগের আইনে অবশ্য দুবারের বেশি কেউ বোর্ড অব ডিরেক্টর হতে পারতেন না।
শনিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারন সভায় (ইজিএম) এমন কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আনা হয়। যার সিদ্ধান্ত হবে বোর্ড সভায়। ইজিএমে সভাপতিত্ব করেন সভাপতি ও সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.)। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, নতুন স্থায়ী সদস্যদের জন্য ১০ লাখ টাকা চার্জ নির্ধারন করা হয়। যার মধ্যে সাত লাখ টাকা ডোনেশন এবং তিন লাখ টাকা সার্ভিস চার্জ রয়েছে। যারা ডোনার সদস্য হতে চান, তাদেরকে খরচা করতে হবে ২৫ লাখ টাকা। এছাড়া মাসিক চাঁদা তিনশ’ থেকে বাড়িয়ে পাঁচশ’ টাকা করা হয়েছে। তাছাড়া সভায় ক্লাবের ফুটবলারদের অর্থনৈতিক বিষয়টিও আলোচনা হয়েছে বলে জানা গেছে।