আইসিসির প্লেয়ার্স অব দ্য মান্থের নভেম্বরের সেরার তালিকায় আছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। নভেম্বরের সেরা খেলোয়াড়ের হাতছানি তাইজুল ইসলামের সামনে। এই পুরস্কার জিতলে চতুর্থ বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাম লেখাবেন তিনি। অক্টোবরের মতো এবারো তিন স্পিনারের লড়াই হবে। তার লড়াই দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের সঙ্গে। সেই সাখে সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওং এবং সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল নভেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় তাইজুলকে নিয়ে আইসিসি লিখেছে, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’ আইরিশ সিরিজেই উইকেট সংখ্যায় সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেন তাইজুল। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে এতদিন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন সাকিব। আয়ারল্যান্ড সিরিজ শেষে ৫৭ টেস্টে তাইজুলের শিকার ২৫০ উইকেট। তাইজুলের প্রতিদ্বন্দ্বী হারমার গত মাসে ভারতের মাঠে অবিশ্বাস্য বোলিং করেন। ৮.৯৪ গড়ে সর্বোচ্চ ১৭ উইকেট নেন এই অফ স্পিনার প্রথম টেস্টে ৮ এবং পরের টেস্টে ৯ উইকেট নেন। সিরিজসেরা হয়ে ভারতকে হোয়াইটওয়াশ করতে বড় ভূমিকা রাখেন তিনি। গেল মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাইজুল। তাই সিরিজ সেরার পুরস্কার জিতে নেন তিনি। সিলেটে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২ ও ৩ উইকেট নেন তাইজুল। মিরপুরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে সমান চারটি করে উইকেট শিকার করেন তিনি। এ ম্যাচেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন এই স্পিনার। এখন পর্যন্ত দেশের হয়ে ৫৭ টেস্ট খেলে ২৫০ উইকেট নিয়েছেন তিনি। গেল মাসে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭ উইকেট নেন হার্মার। কলকাতা টেস্টে ৮ এবং গুয়াহাটি টেস্টে ৯ উইকেট শিকার করেন তিনি। হার্মারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে এবং জিম্বাবুয়ে-শ্রীলংকার সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাওয়াজ। পাঁচ ওয়ানডেতে ৪ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ১০৪ রান। ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেট ও ৫২ রান করে ট্রফি জয়ে পাকিস্তানের হয়ে বড় অবদান রাখেন নাওয়াজ। ফাইনালে শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। সিরিজ সেরার স্বীকৃতিও পেয়েছেন এই অলরাউন্ডার। অপরদিকে দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান। মাত্র ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি। প্রথম টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নওয়াজ। তার আগে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ ওয়ানডে রান করেন, নেন চার উইকেট। টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনার ৫২ রান করার পাশাপাশি ১২.৭২ গড়ে ১১ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ী ভূমিকা রাখেন নওয়াজ, হন সিরিজ সেরা।
ক্রিকেট
আইসিসি নভেম্বরের সেরার দৌড়ে তাইজুল
আইসিসির প্লেয়ার্স অব দ্য মান্থের নভেম্বরের সেরার তালিকায় আছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। নভেম্বরের সেরা খেলোয়াড়ের হাতছানি তাইজুল ইসলামের সামনে। এই পুরস্কার জিতলে চতুর্থ বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান,
Printed Edition