মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। গতকাল রাতে সেই চিঠির উত্তরও পেয়েছে বিসিবি। সেখানে নিরাপত্তাজনিত কারণের বিস্তারিত জানতে চেয়েছে আইসিসি। বিসিবি পরিচালক আসিফ আকবর বলছিলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভারতে খেলতে যাব না আমাদের নিরাপত্তার কারণে। কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদে অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে। যেখানে একজন বড় প্লেয়ারের নিরাপত্তা নিয়ে এত সমস্যা সেখানে এত লোকের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে দিব? ওখানে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটার দায়-দায়িত্ব কে নিবে?' আরও যোগ করেন, 'আমরা আমাদের দর্শক, মিডিয়া এবং আমাদের অর্গানাইজার ও প্লেয়ারদের নিরাপত্তার কথা ভাবছি। প্লেয়াররা তো ক্রিকেট খেলবে, ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে? তো সেই হিসেবে আমরা আপাতত ভারবাল যে আলাপ, সেটা হচ্ছে- আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি এক সময়, তারা ওয়াকওভার দিয়ে এসেছিল। বিকল্প ভেন্যু প্রসঙ্গে আসিফ আকবর বলেন, আমরা ওরকম কোনো অপ্রীতিকর ব্যাপার চাচ্ছি না।