নারী বিশ্বকাপে দ্বিতীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে জয় পায় দলটি। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১১৫ রানে ৮ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে বেথ মুনি ও অ্যালানা কিংয়ের ১০৬ রানের রেকর্ডময় এক জুটিতেই পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২২১ রান করে তারা। এরপর রান তাড়ায় নামা পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ১০৭ রানে। অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ড তুলে ফেলেছিলেন ৩০ রান। সাদিয়া ইকবাল অস্ট্রেলিয়া অধিনায়ক হিলিকে ফেরানোর পরই শুরু হয় ধস। ৩ বল পর দলকে ৩০ রানে রেখেই ফেরেন আরেক ওপেনার লিচফিল্ড। মুনি ব্যাটিংয়ে নামেন এ সময়েই। অস্ট্রেলিয়া ৭৬ রানে ৭ উইকেট হারানোর পর কিম গার্থকে নিয়ে অষ্টম উইকেটে ৩৯ রান যোগ করেন মুনি। ১১ রান করে গার্থ যখন বিদায় নেন, তখনো ইনিংস শেষ হতে ১৬ ওভারের বেশি বাকি। এরপরই কিংকে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন মুনি। ইনিংসের শেষ বলে মুনির বিদায়ে জুটি ভাঙার আগে ১১ চারে ১১৪ বলে ১১৯ রান করেন মুনি, যা মেয়েদের ওয়ানডেতে তার পঞ্চম সেঞ্চুরি। অপরপ্রান্তে কিং অপরাজিত থাকেন ৪৯ বলে ৫১ রান করে। অস্ট্রেলিয়ার জার্সিতে এটাই তার প্রথম ফিফটি। মুনি-কিংয়ের নবম উইকেট ১০৬ রানের জুটি মেয়েদের ওয়ানডেতে নবম বা এর নিচের দিকে সর্বোচ্চ। এর আগে নবম বা তার নিচের দিকের জুটিতে সর্বোচ্চ ছিল ৭৭, যা গত বছর নর্থ সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিন অ্যাশলি গার্ডনার ও গার্থ। অস্ট্রেলিয়া সপ্তম উইকেট হারানোর পর যোগ করেছে ১৪৫ রান। এটিও মেয়েদের ওয়ানডেতে সপ্তম বা তার নিচের দিকের জুটিগুলোর মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের মেয়েরা ১৩২ রান যোগ করেছিলেন। এ ছাড়া দশ নম্বরে নেমে কিং ৫১ রানের যে ইনিংসটি খেলেছেন, তা মেয়েদের ওয়ানডে দশম ও এগারতম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার এত সব রেকর্ডের মুখোমুখি হওয়া পাকিস্তান রান তাড়ায় কখনোই স্বস্তিতেই ছিল না। ১৩ ওভারের মধ্যেই ৩১ রানে ৬ উইকেট হারায় দলটি। এরপর শেষ দিকের ব্যাটারদের সৌজন্যে দলটির ইনিংস ৩৭তম ওভার পর্যন্ত গড়ায়, রানও পৌঁছায় তিন অঙ্কে। আটে নামা রামিন শামীমের ৬৪ বলে ১৫ আর দশে নামা নাসরা সানধুর ৪১ বলে ১১ রানই এ ক্ষেত্রে মূল ভূমিকা রাখে। এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনও পর্যন্ত জয়হীন থাকল পাকিস্তান। আগের দুই ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছিল দলটি। অপরদিকে অস্ট্রেলিয়ার এটি তিন ম্যাচে দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।