নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত। ৩০০ করতে পারল না ভারত। ৭ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস শেষ করে দলটি। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস।
নারী ওয়ানডের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা কখনোই এত বেশি রান তাড়া করে জিততে পারেনি। দলটি সর্বোচ্চ ২৭৫ রান তাড়া করে জিতেছে। তবে ২০২২ বিশ্বকাপের সেই জয়টিই অনুপ্রেরণা হতে পারে দলটি। ক্রাইস্টচার্চে সেই ম্যাচে দলটির প্রতিপক্ষ ছিল এই ভারতই। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়টিও ভারতের বিপক্ষে। ২০২১ সালে লক্ষ্ণৌয়ে ২৬৭ রানের লক্ষ্য ছুঁয়ে ভারতকে হারিয়েছিল দলটি।
টসে হেরে ব্যাটিং পাওয়া ভারতকে দারুণ শুরু এনে দেন স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা। ১৭.৪ ওভারের দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান। ৫ রানের জন্য ফিফটি পাননি স্মৃতি। তবে প্রতীকা রাওয়ালের চোটে কারণে দলে ঢোকা শেফালি ফিরেছেন ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ৮৭ রান করে। সেটিও মাত্র ৭৮ বরে। ভারতের ইনিংসে দ্বিতীয় ফিফটিটি দীপ্তি শর্মার। ৫৮ বলে ৫৮ রান করে ভারতের ইনিংসের শেষ বলে রানআউট হয়েছেন তিনি। ভারত কি পারবে এই রান করে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিততে, নাকি রান তাড়ায় দারুণ কিছু করে প্রথমবার ট্রফি হাতে তুলবে দক্ষিণ আফ্রিকা? এখন সেটাই দেখার বিষয়।