প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের শেষ দিনে গতকাল ছিল তিনটি ম্যাচ। তবে বৃষ্টির কারণে বিকেএসপির দুটি ম্যাচ ভেসে গিয়েছে। যেখানে ৩ নম্বর মাঠে খেলার কথা ছিল রূপগঞ্জ টাইগার্স এবং ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে ৪ নম্বর মাঠে খেলার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ এবং গুলশান ক্রিকেট ক্লাব।
বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন এবং চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।