এগারোটি দলের অংশগ্রহণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। তাই দেশ ছাড়ার আগে আগে আসন্ন সিরিজে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিমানে উঠেছে বাংলাদেশ দল। তার আগের বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার অধিনায়ক। সোহান বলেন, যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য বড় চ্যালেঞ্জ, একইসঙ্গে ভালো সুযোগও বটে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলার। আমাদের শতভাগ দিতে হবে। খেলতে হবে দল হিসেবে। প্রক্রিয়া অনুসরণ করলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।