নেটে ব্যাটারদের প্র্যাকটিসে বিশেষ সহয়তা করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সাথে যাচ্ছেন দুই বাড়তি পেসার। অবশ্য নেটে টাইগার ব্যাটারদের কোয়ালিটি বোলিং মোকাবিলার চিন্তায় দুজন পেস বোলার নিয়ে যাওয়ার কথাও আগেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্য হতে যাচ্ছে। ১৫ জনের মূল দলের সঙ্গে যাচ্ছেন দুই পেসার হাসান মাহমুদ আর খালেদ আহমেদ। হাসান মাহমুদের দুবাই যাত্রার খবর আগেই চাউর হয়ে গিয়েছিল। তবে হাসান মাহমুদ একা নন। সাথে যাচ্ছে খালেদ আহমেদ। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘হাসান মাহমুদ আর খালেদ কিন্তু স্কোয়াডের সদস্য নন। শুধুই নেটে ব্যাটারদের বোলিং করার জন্যই যাচ্ছেন।’ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পেলেও অনেকেরই মত, হাসান মাহমুদকে নির্বাচকরা মূল স্কোয়াডে রাখতে পারতেন। তাকে বিবেচনায় আনা যেতো। পরিবেশ-পরিস্থিতি বুঝে মাথা ঠান্ডা রেখে লাইন ও লেন্থ যতটা সম্ভব ঠিক রেখে বুদ্ধি খাটিয়ে বোলিং করেছেন হাসান। খুলনা টাইগার্সের পক্ষে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচে ‘ডেথ ওভারে’ দেশি ও বিদেশি ব্যাটারদের কাছ থেকেও দারুণ সমীহ আদায়ের কৃতিত্ব দেখিয়েছেন হাসান মাহমুদ। খালেদও ভালো বোলিং করেছেন। দুই পাকিস্তানি ফাহিম আশরাফ ও আকিফ জাভেদের সঙ্গে সমান ২০ উইকেট নিয়ে যৌথভাবে উইকেট শিকারে দ্বিতীয় স্থান দখল করেন খালেদ। বোঝাই যায়, তাই তাদের দুজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির নেটে বোলার হিসেবে পেতে আগ্রহী নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। এছাড়া আরেকটি বিকল্প ভাবনাও মাথায় থাকতে পারে টিম ম্যানেজমেন্টের। কোনো টুর্নামেন্ট চলাকালে পেসারদের ইনজুরিতে পড়ার ঘটনা অহরহই দেখা যায়। দলে থাকা নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান কিংবা হালের তানজিম হাসান সাকিবও বিপিএলে নিয়মিত ম্যাচ খেলেছেন। বাড়তি চাপের কারণে তাদের কেউ চোটে পড়তে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফতে। সম্ভবত সেই চিন্তা মাথায় রেখেই বাড়তি পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এসএ গেমসের দিনক্ষণ ভেন্যু ও ডিসিপ্লিন চূড়ান্ত হবে লাহোর সভায়

স্পোর্টস রিপোর্টার: এ বছরই দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমস কয়েকবার পিছিয়েছে। চলতি বছরের নভেম্বরে গেমস আয়োজনের লক্ষ্যে পাকিস্তান চলতি মাসেই একটি সভা আহ্বান করেছে। লাহোরে এসএ গেমস সংক্রান্ত সভার সূচি রাখা হয়েছে ২৫-২৬ ফেব্রুয়ারি। এই সভায় এসএ গেমসের রূপরেখা অনেকটা নিশ্চিত হবে। বিশেষত গেমসের সময়সূচি ও ডিসিপ্লিন সংখ্যা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এই সভার আমন্ত্রণ গত মাসে পেয়েছে।বিওএ থেকে দুই জন কর্মকর্তা এই সভায় যোগ দেওয়ার জন্য ২৪ ফেব্রুয়ারি লাহোর যাবেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধিত্ব কোন দু‘জন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে বেশ কয়েকবার সভার সূচি নির্ধারিত থাকলেও অনুষ্ঠিত হয়নি। তবে এবার সভা হবেই এমনটা ধারণা বিওএ’র। পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল। এরপর আর গেমস আয়োজনের সুযোগ পায়নি দেশটি। ২০১৯ সালের পর আবারও পাকিস্তানের সামনে সেই সুযোগ এসেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতিসহ দেশটির অভ্যন্তরীণ নানা সমস্যায় গেমসটি এখনও আলোর মুখ দেখেনি। এই বছর লাহোরে গেমস আয়োজনের চেষ্টা করছে পাকিস্তান। দুই বছর পরপর এই গেমস হওয়ার কথা থাকলেও নানা কারণে এটি অনিয়মিত।এসএ গেমসের পদক তালিকায় বরাবরই ভারতের আধিপত্য দেখা যায়। সর্বশেষ ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখরায় অনুষ্টিত এসএ গেমসে বাংলাদেশ দল ২০টি স্বর্ণপদক জিতেছিল। সেই আসরে আরচ্যারি ডিসিপ্লিনে বাংলাদেশ ১০ ইভেন্টেই ১০ স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছে।