ঝলমলে ক্যারিয়ারে নতুন এক কীর্তি গড়েছেন কাইরন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। পোলার্ডের নামের পাশে আছে তিনশর বেশি টি-টোয়েন্টি উইকেটও। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে ১৪ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবলের কীর্তি গড়া প্রথম ক্রিকেটার তিনি। ২০ ওভারের সংস্করণে ৩০০ উইকেট নিয়েছেন, এমন ক্রিকেটারদের মধ্যে ১০ হাজার রানও করতে পারেননি আর কেউ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শনিবার সকালে এই রেকর্ড গড়েন পোলার্ড। ১৪ হাজারের ক্লাবে পা রাখতে ১৯ রান প্রয়োজন ছিল তার। বারবাডোস রয়্যালসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের সফল রান তাড়ায় ৯ বলে ১ ছক্কা ও ২ চারে ঠিক ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি। পোলার্ডের ছোট্ট ক্যামিও ইনিংস এবং কলিন মানরো ও নিকোলাস পুরানের ফিফটিতে বারবাডোজের ১৭৮ রান অনায়াসে তাড়া করে ফেলে ত্রিনবাগো নাইট রাইডার্স। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা। ১৪ হাজার রান করতে পোলার্ডের লাগল ৭১২ ম্যাচ ও ৬৩৩ ইনিংস। তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও ৬৪টি ফিফটি। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল ছেড়ে এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলছেন পোলার্ড।
ক্রিকেট
১৪ হাজার ছুঁয়ে পোলার্ডের অনন্য রেকর্ড
ঝলমলে ক্যারিয়ারে নতুন এক কীর্তি গড়েছেন কাইরন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার। পোলার্ডের নামের পাশে আছে তিনশর
Printed Edition
