সিলেট পর্বের শেষ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়েছে সিলেট টাইটান্স। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর পারভেজ হোসেন ইমনের ফিফটিতে সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, কাগজে-কলমে আসরের অন্যতম শক্তিশালী দল হয়েও টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সমীকরণে বড় ধাক্কা খেল রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইটান্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শুরু থেকেই মঈন আলি ও নাসুম আহমেদের তোপে পড়ে রংপুরের ব্যাটাররা। প্রথম ওভার মেইডেন দেয়ার পর দ্বিতীয় ওভারেই শূন্য রানে কাইল মেয়ার্সকে হারায় রংপুর।

লিটন দাস ১২ বলে ২২ এবং খুশদিল শাহ ৩০ রান করে প্রতিরোধের চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মাহমুদউল্লাহ রিয়াদের ২৯ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ১৯.১ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। সিলেটের বোলাররা এদিন ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৯ রানে এবং পেসার শহিদুল ইসলাম ৩৬ রানে শিকার করেন ৩টি করে উইকেট। অভিজ্ঞ মঈন আলি মাত্র ৮ রান খরচায় তুলে নেন ২ উইকেট। বোলারদের এই সম্মিলিত নৈপুণ্যেই মামুলি লক্ষ্য পায় সিলেট।

১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় সিলেটের ব্যাটাররা। ওপেনার তৌফিক খান ৩৩ এবং আরিফুল ইসলাম ২১ রান করে জয়ের পথ সুগম করেন। তবে ম্যাচের আকর্ষণ কেড়ে নেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে একদিকে যেমন দলের জয় নিশ্চিত করেন, অন্যদিকে পূর্ণ করেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল সিলেট টাইটান্স। অন্যদিকে, ৮ ম্যাচে ৪ হার নিয়ে মাঠ ছাড়া রংপুরের জন্য আগামী ম্যাচগুলো এখন বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।