জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১ নম্বরে। ঘটনার পরপরই বাদী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিডি করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে বিষয়টি অস্বীকার করেছেন টাইগার এই স্পিডস্টার। নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
গুজবে বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়ে তাসকিন বলেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউও বিভ্রান্ত করবেন না।’ আরও যোগ করেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’
অভিযোগে বলা হয়, তাসকিন ফোন করে সৌরভকে মিরপুর ১ নম্বরে ডেকে নেন এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এছাড়া তাকে ভয়ভীতি ও হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি। থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এ ব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন গণমাধ্যমে জানান, ‘সনি সিনেমা হলের সামনে রোববার রাতে মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।’
বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কী হয়েছে সেটা আগে বের হোক।’ উল্লেখ্য জাতীয় দলে আসার পর থেকেই তাসকিন ছিলেন বোর্ড এবং খেলোয়াড়দের গুডবুকে। কখনো বোর্ডের নির্দেশ অমান্য করে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে যাননি। সেই তাসকিনকে নিয়ে এখন এত বড় অভিযোগ! সময়ের সঙ্গে বড় তারকা ট্যাগ পাওয়া তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগকে রীতিমতো দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।