২০২৫ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। দুবাইয়ে আগামী ১৪ সেপ্টেম্বর নির্ধারিত এই ম্যাচ স্থগিত বা বাতিলের দাবি জানিয়ে চারজন আইন শিক্ষার্থী আবেদন করেছিলেন। বুধবার বিচারপতি জে. কে. মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইর বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হলে আদালত বলেন, ‘কী এত জরুরি? এ তো শুধু একটি খেলা, হতে দিন। ম্যাচ এই রোববারেই, এখন আর কী করা সম্ভব? ম্যাচ চলতে দেওয়া উচিত। ’ আবেদনকারীদের একজন, উর্বশী জৈন জানান, পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পরপরই পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট ম্যাচ আয়োজন দেশের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আবেদনে বলা হয়, ‘ক্রিকেট খেলার উদ্দেশ্য জাতির মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব প্রদর্শন। কিন্তু যখন আমাদের সৈন্যরা জীবন বাজি রেখে লড়ছে, তখন পাকিস্তানের সঙ্গে খেলা তাদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শন করে। এতে শহীদ পরিবারগুলোর মনও আঘাত পেতে পারে। ’ ভারত-পাকিস্তান ম্যাচটি এশিয়া কাপের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি। গ্রুপ পর্ব শেষে দুই দলই সুপার ফোরে উঠলে ২০ সেপ্টেম্বর আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ২৮ সেপ্টেম্বরের ফাইনালেও তাদের আবার লড়াই হতে পারে। এরই মধ্যে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা মাঠের বাইরেও দেখা যাবে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাপানের টোকিওতে ১৮ সেপ্টেম্বর মুখোমুখি হবেন দুই দেশের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জ্যাভলিন তারকাÑনীরজ চোপড়া ও আরশাদ নাদিম। ইন্টারনেট।