বিপিএলে এরবারের নিলামে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত তার মূল্য গিয়ে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ টাকা। তবে নিলামের একই মঞ্চে হতাশায় ডুবে রয়েছেন কয়েকজন প্রতিষ্ঠিত তারকা। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন চৌধুরী, মুমিনুল হক, শাদমান ইসলাম ও নাহিদুল ইসলাম এই ছয়জন কোনো দলের ডাকে সাড়া পাননি। নিলামে তাদের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই নিলাম। নিলামে এই ওপেনারের দাম এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ঘটনা। এবারের নিলামে প্রথম নামটি ছিল নাইম শেখের। ভালো দামও পেয়েছেন তিনি। ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাঁহাতি এই ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস। ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের একই ক্যাটাগরির অন্য ক্রিকেটার ছিলেন লিটন দাস। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ককে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। ক্যাটাগরি ‘বি’ থেকে বিক্রি হননি মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ক্যাটাগরি ‘বি’তে শরিফুল ইসলাম বিক্রি হয়েছেন ৪১ লাখ টাকায়। এই পেসারকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। একই ক্যাটাগরির তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক দরদাম হলো। শেষ পর্যন্ত হৃদয়কে ৯২ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।‘বি’ ক্যাটাগরিতে থাকা শামিম পাটোয়ারী ৬৫ লাখ টাকায় বিক্রি হয়েছেন ঢাকা ক্যাপিটালসে। একই ক্যাটাগরির তানজিম হাসান সাকিবকে ৬৫ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ৬৮ লাখ টাকায় বিক্রি হয়েছেন। তাকে কিনেছে ঢাকা ক্যাপিটালস। পেসার খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় কিনেছে সিলেট টাইটান্স। ‘বি’ ক্যাটাগরির ইয়াসির আলী চৌধুরীকে ৪৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। একই ক্যাটাগরির মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছেন নতুন দল নোয়াখালী এক্সপ্রেসে। জাকের আলী অনিককে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় কিনেছে একই দল। ‘সি ক্যাটাগরির ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকায়। এই টাকাতেই সিলেট টাইটান্স কিনেছে আফিফ হোসেন ধ্রুবকে। এই ক্যাটাগরিতে আবু হায়দার রনিকে ভিত্তিমূল্য ২২ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস কিনেছে। একই দল ৩৭ লাখ টাকায় কিনেছে মাহমুদুল হাসান জয়কে। রাকিবুল ইসলাম ৪২ লাখ এবং নাহিদ রানা ৫৬ লাখ টাকায় রংপুর রাইডার্সে। রনি তালুকদার ২২ লাখ টাকায় সিলেট টাইটান্স, তাইজুল ইসলাম ৩০ লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস, আকবর আলী ৩৪ লাখ টাকায় রাজশাহী রয়্যালস, মাহফিজুল ইসলাম রবিন ২২ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে। সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় কিনেছে ঢাকা ক্যাপিটালস। জাকির হাসান ২২ লাখ টাকায় সিলেট টাইটান্সে, রিপন মণ্ডল ২৫ লাখ টাকায় রাজশাহী রয়্যালস এবং আলিস আল ইসলাম ২৮ লাখ টাকায় বিক্রি হয়েছেন রংপুর রাইডার্সে।
এবারের নিলামে বাংলাদেশি খেলোয়াড় ছিলেন মোট ১৫৮ জন। ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা এই তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মাত্র দুই ক্রিকেটার। ক্রমানুসারে ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন। অন্যদিকে বিদেশিদের তালিকা ছিল আরও বড়। বাংলাদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। সমানভাবে বিদেশিদের বেস প্রাইস রাখা হয় ১০ হাজার ডলার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত, ক্যাটাগরি ভেদে পরিবর্তিত।
কোন দল কত টাকায় কাকে নিল
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান। বিদেশি- খাজা নাফি, সুফিয়ান মুকিম
নিলাম থেকে: লিটন কুমার দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ)
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান। বিদেশি-উসমান খান, অ্যালেক্স হেলস।
নিলাম থেকে: শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফ উদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ)
সিলেট টাইটান্স
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। বিদেশি-সাইম আইয়ুব, মোহাম্মদ আমির।
নিলাম থেকে: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ),ইবাদত হোসেন চৌধুরি (২২ লাখ),
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম। বিদেশি-সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ।
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলি চৌধুরি (৪৪ লাখ), আকবর আলি (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), এসএম মেহেরব হাসান (৩৯ লাখ)।
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম। বিদেশি-আবরার আহমেদ।
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), মাহমুদুল হাসান জয় (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ)
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার । বিদেশি- জনসন চার্লস, কুশল মেন্ডিস।
নিলাম থেকে: জাকের আলি অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দীপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ)।