১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয়। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ডাবল সেঞ্চুরি পাওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটি আর হলো না—নতুন দিনে যোগ করতে পারলেন মাত্র ২ রান, এরপরই সাজঘরে ফেরার পথ ধরলেন।
দিনের শুরুটা বাংলাদেশ দলের জন্য হতাশারই ছিল। দ্বিতীয় ওভারেই হারাতে হয় মাহমুদুল হাসান জয়কে। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ব্যক্তিগত ১৭১ রানে থামে তার ইনিংস, যা সাজানো ছিল ২৮৬ বলের মোকাবিলায় ১৪টি চার ও ৪টি ছক্কার মাধ্যমে।
জয়ের আউটের পর আরেক ব্যাটার মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। আগের দিন অপরাজিত থেকে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি, কিন্তু আজ সেটি অপূর্ণই রয়ে গেল। ম্যাকব্রাইনের বলেই স্লিপে অ্যান্ড্রু বালবার্নির হাতে ক্যাচ দেন মুমিনুল। আউট হওয়ার সময় তার সংগ্রহ ১৩২ বলে ৮২ রান।
এই ইনিংসে ৮০ রানের ঘরে থামা এটি দ্বিতীয় ব্যাটার মুমিনুল—এর আগে একই স্কোরে ফিরেছিলেন সাদমান ইসলাম।