ইনজুরির কারণে কারণে এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা হচ্ছে না। মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জানা গেছে, লিটনের পাঁজরের চোট সেরে উঠতে সময় লাগবে। যে কারণে আফগান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর। সুপার ফোরে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হলেও, দুই ফরম্যাটের আসন্ন সিরিজের কারণে এখনই তাদের দেশে ফেরা হচ্ছে না। লিটনের টি-টোয়েন্টি সিরিজে খেলা শেষ হওয়ার পাশাপাশি ওয়ানডেতেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও সুপার ফোরে জায়গা করে নিয়ে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ। অনিকের নেতৃত্বে খেলা বাংলাদেশ পাকিস্তান ও ভারতের কাছে হেরেছে। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে এই ব্যাটারও ছিলেন ব্যর্থ। পাশাপাশি উইকেটকিপিংয়েও তাকে স্বাচ্ছন্দ মনে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরুটা কঠিন গেছে বলে স্বীকার করেছেন জাকেরও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং ম্যাচে ফেরানোর। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’