শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো এক ফাইনালে ৫ রানের জয় পেয়েছে এমআই নিউইয়র্ক। ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেজর লিগ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে নিকোলাস পুরানের দল। ডালাসে রোববার অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। ব্যাট করতে নেমে এমআই নিউইয়র্ক নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তুলে। ওয়াশিংটনের হয়ে লকি ফার্গুসন ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই দুই ওপেনার মিচেল ওয়েন ও আন্দ্রেস গুসকে হারায় ওয়াশিংটন ফ্রিডম। তবে রাচিন রবীন্দ্র ও জ্যাক এডওয়ার্ডসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। দুজন মিলে যোগ করেন ৮৪ রান। ২২ বলে ৩৩ রান করেন এডওয়ার্ডস। এরপর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান রাচিন।৭০ রান করে আউট হন কিউই এই অলরাউন্ডার। ৪১ বলের ইনিংসে মারেন ৮টি চার ও ২টি ছক্কা। ফিলিপস ৫টি ছক্কায় ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেও ম্যাক্সওয়েলের ধীর ইনিংসে ছন্দ হারায় ওয়াশিংটন। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। ১৯তম ওভারে আসে ১২ রান। শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম দুই বলে ২ রান এলেও তৃতীয় ও চতুর্থ বলে ডট ও ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্সওয়েল (১৬ বলে ১৫)। শেষ দুই বলে ১০ রান দরকার হলেও পিয়েনার একটি চার ছাড়া কিছুই করতে পারেননি ফিলিপস। শেষ পর্যন্ত ৫ রানে জয় তুলে নেয় এমআই নিউইয়র্ক।
ক্রিকেট
রোমাঞ্চ ছড়িয়ে এমআই নিউইয়র্কের শিরোপা উৎসব
শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছড়ানো এক ফাইনালে ৫ রানের জয় পেয়েছে এমআই নিউইয়র্ক। ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেজর লিগ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে নিকোলাস পুরানের দল।
Printed Edition
