প্রথম বাংলাদেশ ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টিতে দল পেয়েছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডারবান সুপার জায়ান্টস তাকে দলে ভিড়িয়েছে। জোহানেসবার্গে টুর্নামেন্টের চতুর্থ আসরের জন্য আয়োজিত নিলামে তাইজুলকে সুপার জায়ান্টস দলে নেয় ৫ লাখ র্যান্ডে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা। তাইজুলকে দলে স্বাগত জানিয়ে ফেসবুক পেজে দলটি লিখেছে, ‘স্পিন দিয়ে ডারবানের মনে জায়গা করে নিয়েছেন তিনি।’ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আয়োজনে এসএ-টোয়েন্টির চতুর্থ আসরে ছয়টি দল অংশ নেবে। টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছর ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের নিলামে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন। প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল ১৪ জনের। তবে নিলামে বাংলাদেশ থেকে কেবল দুজনের নাম তোলা হয়। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তাইজুলকেই একমাত্র কিনেছে ডারবান। সাকিব আল হাসান, লিটন দাসদের নাম চূড়ান্ত ড্রাফটে উঠানোই হয়নি। তাইজুল এনওসি (অনাপত্তিপত্র) পেলে বিপিএলের বাইরে প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে নামবেন। চূড়ান্ত তালিকায় আরও ছিলেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
প্রাথমিক তালিকায় থাকলেও সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এসএ২০–এর এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৪১ জনকে তোলা হয় নিলামে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৪১ জন। বিদেশি কোটা ছিল ২৫টি। দেশি ক্রিকেটারদের মধ্যে ৩০০ জনকে উঠানো হয়েছিল, যেখানে নির্ধারিত কোটায় ছিল ৫৯ জন। শেষ পর্যন্ত ৮৪ জন ক্রিকেটার দল পেয়েছেন। রেকর্ড সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। তাকে ১৬.৫ মিলিয়ন র্যান্ডে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। আরেক প্রোটিয়া তারকা এইডেন মার্করামকে নিতে ডারবানের খরচ হয়েছে ১৪ মিলিয়ন র্যান্ড। তবে টানা দ্বিতীয়বারের মতো দল পাননি প্রোটিয়াদের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা।