দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতলেও ট্রফি হাতে তুলতে পারেনি ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় খেলোয়াড়রা। ফলে ফাইনালের পরের আনুষ্ঠানিক ট্রফি প্রদান অনুষ্ঠানটি অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়। ঘটনার পর এক ঘণ্টা বিলম্বে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এ সময় ভারতের কুলদীপ যাদব, শিবম দুবে এবং তিলক ভার্মা ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার নেন। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা গ্রহণ করেন রানার্স-আপ ট্রফি। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এসিসিকে চিঠি পাঠিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে এসিসি জানায়, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় দলকে ট্রফি প্রদান করা হবে।

সূত্র মতে, এসিসি শর্ত দিয়েছে ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি উপস্থিত থাকবেন এবং ভারতীয় দলকেও পূর্ণ প্রতিনিধিত্ব নিয়ে অংশ নিতে হবে। এই শর্ত মানলেই ভারত আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলতে পারবে।