হ স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছিল বিসিবি। এমনকি বোর্ডে তার অর্থ কমিটির চেয়ারম্যানের পদ স্থগিত করা হয়েছিল। অবশেষে নানা নাটকীয়তার পর ক্রিকেট বোর্ডের সেই পদ ফিরে পেলেন নাজমুল। বিসিবি পরিচালকদের জরুরি সভার সিদ্ধান্তে পদ ফিরে পান নাজমুল ইসলাম। ডিসিপ্লিনি কমিটির কাছে তার জবাব সন্তোষজনক মনে হয়েছে বিসিবির। সে কারণেই বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন। বিপিএল চলাকালীন প্রথমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নাজমুল। পরে ক্রিকেটারদের নিয়েও বেফাঁস মন্তব্য করেন তিনি। এতেই ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা। কঠোর ভাষায় করা নাজমুলের বিতর্কিত মন্তব্যে অপমানিত বোধ করেন ক্রিকেটাররা।