যুব এশিয়া কাপে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন আশিকুর রহমান শিবলী। তার ব্যাটিং নজর কেড়েছিল সবার। যুব দলের সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এখনও। বিসিবির হাই পারফরম্যান্সের এই সদস্য বাংলাদেশ ইমার্জিং দলের হয়েও করলেন সেঞ্চুরি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তার ব্যাটে ভর করেই লড়ছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ইমার্জিং দল ৭০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেছে তারা প্রথম দিন শেষে। ওপেনিংয়ে নামা শিবলী ১৪৩ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে থামেন রান আউট হয়ে। ৩৮ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি সাঁতারু৩৮ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি সাঁতারু

তিনি ছাড়া আর কোনো ব্যাটসম্যান এখনও ফিফটিও পাননি। শাহাদাত হোসেন দীপু ১২১ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত আছেন। এছাড়া প্রিতম কুমার ৫৯ বলে ৩ চারে ৩১ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ফন ফুরেন, ইনোসেন্ট তুলি ও অস্টিন সাইমলেন একটি করে উইকেট শিকার করেছেন।