২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬টি ছক্কা মারা কীর্তি আছে যুবরাজ সিংয়ের। তিনি যে এখনও ব্যাট হাতে বোলারদের কচুকাটা করতে ভুলে যাননি সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার লিগ টি-টোয়েন্টিতে।যুবরাজের ৭ ছক্কার ঝড়ে উড়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে দলটি।ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২২০ রানের শক্ত পুঁজি দাঁড় করায় শচীন টেন্ডুলকারের দল। যেখানে ৩০ বলে ৪২ রান করেন শচীন। দলের হয়ে সর্বোচ্চ রান আসে যুবরাজের ব্যাট থেকে। ৩০ বলে ৭ ছক্কা ও ১ চারে ৫৯ রান আসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে।লক্ষ্য তাড়া করতে নেমে রান পাহাড়ে চাপা পড়ে অস্ট্রেলিয়া। ১৮.১ ওভারে অলআউট হওয়ার আগে দলটি করতে পেরেছে ১২৬ রান। যেখানে ৩০ বলে সর্বোচ্চ ৩৯ রান এসেছে বেন কাটিংয়ের ব্যাট থেকে।টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল মুখোমুখি হয় শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেকরা। যেখানে জয়ী দল ১৬ মার্চ ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।
ক্রিকেট
যুবরাজের ছক্কার ঝড়
অস্ট্রেলিয়াকে হরিয়ে লিগ ফাইনালে ভারত
২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬টি ছক্কা মারা কীর্তি আছে যুবরাজ সিংয়ের। তিনি যে এখনও ব্যাট হাতে বোলারদের কচুকাটা করতে ভুলে যাননি সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার লিগ
Printed Edition
