আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতিমধ্যে এই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নেপাল ও ওমান। অবশ্য আল আমরাতে পূর্ব এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ারের ‘সুপার সিক্স’ পর্বে মুখোমুখি হওয়ার আগেই টিকিট নিশ্চিত হয়েছে দুই দলের। এই টুর্নামেন্ট থেকে আরও একটি দল আগামী বছরের বিশ্বকাপে সুযোগ পাবে। গতকাল দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত সামোয়াকে ৭৭ রানে হারালে নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত হয়। বর্তমানে ‘সুপার সিক্স’ পয়েন্ট টেবিলে আরব আমিরাত চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্টে শীর্ষে আছে ওমান ও নেপাল। তাদের মধ্যে পার্থক্য কেবল নেট রান রেটে। আগামী ১৬ অক্টোবর জাপানের মুখোমুখি হবে আমিরাত। ম্যাচটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের রিস্ট স্পিনার সন্দীপ লামিচানে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চার ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। গড় ৯.৪০ ও ইকোনমি রেট ছয়ের নিচে। ১৪৮ রানের লক্ষ্য দিয়ে কাতারকে ১৪২ রানে থামাতে মূল অবদান লামিচানের। ১৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেপাল ও ওমান
আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতিমধ্যে এই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নেপাল ও ওমান।