DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে আজমতউল্লাহ

এবার ওয়ানডে ক্রিকেটে নতুন সেরা অলরাউন্ডার পেয়েছে ক্রিকেটবিশ্ব। চ্যাম্পিন্স ট্রফিতে ব্যাটে-বলে দুদান্ত পারফর্ম করে ৫০ ওভারের ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
Omarjai

এবার ওয়ানডে ক্রিকেটে নতুন সেরা অলরাউন্ডার পেয়েছে ক্রিকেটবিশ্ব। চ্যাম্পিন্স ট্রফিতে ব্যাটে-বলে দুদান্ত পারফর্ম করে ৫০ ওভারের ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। ডানহাতি অলরাউন্ডারের পারফরম্যান্সের কাছে হারে মেনে জায়গা ছেড়ে দিতে হয়েছে সতীর্থ মোহাম্মদ নবিকে। দুই ধাপ উন্নতি করে শীর্ষস্থান দখল করেছেন ওমরজাই। আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ওমরজাইকে দেখা গেছে এক নম্বরে। তার রেটিং পয়েন্ট ২৯৬। এতদিন শীর্ষে থাকা নবির রেটিং পয়েন্ট এখন ২৯২। তিনি এখন অবস্থান করছেন দ্বিতীয়স্থানে। তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও চারে বাংলাদেশী মেহেদী হাসান মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক জয়, এক হার ও বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় আফগানিস্তানের। ভালো খেললেও রানরেট ও বৃষ্টির বাধায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উদীয়মান দলটিকে। ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে ৫৮ রানে ৫ উইকেট ও ব্যাট হাতে ৪১ রান করেন আজমতউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ ও বল হাতে ২৪ বছর বয়সী তরুণ ডানহাতি পেস অলরাউন্ডারের দখলে ছিল ১ উইকেট। ব্যাটিং র‌্যাংকিংয়েও অভাবনীয় উন্নতি হয়েছে ওমরজাইয়ের। টুর্নামেন্টের তিন ম্যাচে ১২৬ রান করে ১২ ধাপ অগ্রগতি হয়েছে তার। বর্তমান আফগান তারকার অবস্থান ২৪তম। ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য ১৭৭ রানের ইনিংস খেলা আরেক তরুণ ক্রিকেটার ইব্রাহিম জাদরান ১৩ ধাপ উন্নতি করে ব্যাটিং র‌্যাংকিংয়ে বর্তমানে ১০তম স্থানে রয়েছেন। আফগানিস্তানের তরুণ অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের উত্থান চোখে পড়ার মতো। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ফাইফার ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ফিফটি করেন। আর এই পারফরম্যান্স দিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন তিনি। ২৪ বছর বয়সী অলরাউন্ডার দুই ধাপ এগিয়েছেন এবং ক্যারিয়ার সেরা ২৯৬ রেটিং পয়েন্ট তার নামের পাশে। ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আজমতউল্লাহর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১২৬ রান করে ১২ ধাপ লাফিয়ে ২৪তম স্থানে তিনি। আফগানিস্তানের তরুণ ব্যাটিং তারকা ইব্রাহিম জাদরান ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের রেকর্ড ইনিংস খেলে ১৩ ধাপ এগিয়ে দশম স্থানে। ওয়ানডে থেকে অবসর নেয়ার দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে। নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন আট ধাপ লাফিয়ে ২৯তম। শুবমান গিল ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ের তিনে। মাহিশ ঠিকশানা যথারীতি শীর্ষে এবং প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ দ্বিতীয় স্থানে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। তবে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে সবার নজর কেড়েছে তারা। আর এই আসরে ব্যক্তিগত পারফরম্যান্সে নজড় কেড়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। সেটার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। এদিকে ব্যাটারদের তালিকায়ও উন্নতি করেছেন ওমরজাই। ১২৬ রান করে তিনি ১২ ধাপ উন্নতি করেছেন। ২৪ নম্বরে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ৮ ধাপ উন্নতি করেছেন। এর মধ্যে দিয়ে ১৬ নম্বরে থেকে ওয়ানডে ক্যারিয়ার করলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ওয়ানডের ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন শুভমান গিল। বোলারদের র‌্যাঙ্কিংয়ে খুব বেশি কোনো পরিবর্তন আসেনি। শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ থিকশানা। আর দুই নম্বরে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। এদিকে তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে এই পেসার চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি। আর মোহাম্মদ শামি ৩ ধাপ এগিয়ে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন।