টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ‘দ্য হানড্রেড’ ক্রিকেটের পঞ্চম আসরের প্রথম ম্যাচে লন্ডন স্পিরিটের বিপক্ষে ৪ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নেন ওভাল ইনভিন্সিবলের হয়ে খেলতে নামা রশিদ। এর ফলে বিশ্বের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৫০ উইকেট পূর্ণ করেন এই লেগ-স্পিনার। ৪৮২ ম্যাচে রশিদের উইকেট এখন ৬৫১। তার বোলিং গড়- ১৮.৫৪ ও ইকোনমি রেট ৬.৫৭। সেরা বোলিং ১৭ রানে ৬ উইকেট। এরমধ্যে জাতীয় দলের হয়ে ৯৬ ম্যাচে ১৬১ উইকেট শিকার করেছেন ২০১৫ সালে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নামা রশিদ। ফ্র্যাঞ্চাইজি লিগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে বেশি উইকেট আছে রশিদের। আইপিএলে ১৩৬ ম্যাচে ১৫৮ উইকেট আছে তার। রশিদ ছাড়াও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬শ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন ব্রাভো। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে রশিদ ও ব্রাভো ছাড়াও আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও বাংলাদেশের সাকিব আল হাসান। ৫৫৪ ম্যচে নারাইন ৫৮৯, তাহির ৪৩৪ ম্যাচে ৫৪৭ উইকেট শিকার করেছেন। এই তালিকায় পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে ৫শ উইকেট শিকারের তালিকা থেকে দুই উইকেট পেছনে তিনি। ২০০৬ সালে টি-টোয়েন্টি শুরু করা সাকিব ৪৫১ ম্যাচে ৪৯৮ উইকেট শিকার করেছেন। জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট দখল করেছেন সাকিব।
ক্রিকেট
প্রথম বোলার হিসেবে রশিদের কীর্তি
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ‘দ্য হানড্রেড’ ক্রিকেটের পঞ্চম আসরের প্রথম ম্যাচে লন্ডন স্পিরিটের বিপক্ষে ৪ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নেন
Printed Edition
