পিএসএল খেলতে পাকিস্তান গিয়েছিলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের কারনে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন তারা। তাদের সঙ্গে ফিরেছেন লিগটি কাভার করতে যাওয়া বাংলাদেশি দুই ক্রীড়া সাংবাদিকও। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিসিবির বিশেষ ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে এই ৪ জনকে। গতকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রিশাদ-নাহিদরা। এর আগে পাকিস্তানে হামলার খবর শুনে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তা শুরু করে বিসিবি। গতকাল ৯ মে পাকিস্তান এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে দুবাইয়ে পৌঁছে দেয়া হয় তাদের। সেখান থেকে আজ এমিরেটস এয়ারওয়েজের বিমানে ঢাকায় এসে পৌঁছান। রিশাদ ও নাহিদ ছাড়াও এবারের পিএসএলে দল পেয়েছিলেন বাংলাদেশের লিটন দাস। কিন্তু আসর শুরুর আগেই চোটে পড়ে দেশে ফেরেন লিটন। প্রথমবারের মতো পিএসএলে অংশ নেয়া রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলেন ৫ ম্যাচ। যেখানে ৯ উইকেট নিয়ে সবার নজর কেড়েছেন তিনি। অন্যদিকে পেশাওয়ার জালমির স্কোয়াডে থাকলেও এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদের। ভারত-পাকিস্তান যুদ্ধের কারনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার পরও স্থবির হয়ে পড়ে আয়োজন। তাই শেষ পর্যন্ত টুর্নামেন্ট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেট
নিরাপদে দেশে ফিরেছেন রিশাদ-নাহিদ
পিএসএল খেলতে পাকিস্তান গিয়েছিলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের কারনে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন তারা।