ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টিতে পরাজয়ের ফলে টানা চার সিরিজ জয়ের রেকর্ডে ইতি টেনেছে বাংলাদেশ দল। এবার হোয়াইটওয়াশের আশঙ্কা এড়াতে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নামছে টাইগাররা। এই ম্যাচে দলে আসতে পারে একাধিক পরিবর্তন।
১৫ সদস্যের স্কোয়াড থেকে প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছেন ১২ জন ক্রিকেটার। প্রথম ম্যাচে খেলার পর দ্বিতীয়টিতে বাদ পড়েন উইকেটকিপার নুরুল হাসান সোহান; তার জায়গায় সুযোগ পান জাকের আলী অনিক। এখনো পর্যন্ত তিনজন ক্রিকেটার মাঠে নামেননি— ওপেনার পারভেজ হোসেন ইমন, অলরাউন্ডার শেখ মাহেদী হাসান এবং পেসার শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে আছে মাত্র চারটি ম্যাচ। তাই ম্যানেজমেন্ট স্কোয়াডের বাকি খেলোয়াড়দের সুযোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্ভাবনা রয়েছে, ওপেনিংয়ে পারভেজ ইমনকে যুক্ত করা হতে পারে। সে ক্ষেত্রে জায়গা হারাতে পারেন মিডল অর্ডারে ব্যর্থ শামীম পাটোয়ারী, যিনি আগের দুই ম্যাচে করেছেন মাত্র ১ ও ১ রান।
অলরাউন্ডার শেখ মাহেদী ফিরতে পারেন স্পিন বিভাগে, যেখানে নাসুম আহমেদ বা রিশাদ হোসেনের একজন বিশ্রাম পেতে পারেন। অন্যদিকে পেস আক্রমণে পরিবর্তন আসতে পারে মুস্তাফিজুর রহমানের জায়গায় শরিফুল ইসলামকে এনে।
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।