প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী জিম্বাবুয়ে। চতুর্থ দিনের শেষ বিকেলে জয় তুলে নিয়েছে সফরকারীরা। গতকাল টেস্ট জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৭৪ রান। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে তারা সেই লক্ষ্যে পৌঁছে যায়। যদিও শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের নিয়ন্ত্রণ থেকে ম্যাচ বের করে নেওয়ার চেষ্টা চালান মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। কিন্তু জিম্বাবুয়েই শেষ পর্যন্ত টেস্ট জিতে মাঠ ছাড়েন। আর ঘরের মাঠে টেস্ট হারে বাংলাদেশ। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচটি আমি একাই হারিয়েছি। তাই একাই হারের দায়ভার নিচ্ছি।’ এমন হার হতাশাজনক উল্লেখ করে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘অবশ্যই হতাশাজনক, পুরো ম্যাচটা যদি বিশ্লেষণ করি আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি। যার কারণে ম্যাচটা হারা। অতিরিক্ত আপসেট বলব না, তবে আমরা ভালো করিনি।’মিরাজ-তাইজুলের প্রশংসা করার পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতা নিয়ে শান্ত বলেন, ‘আমার আউট পুরো ব্যাটিংটা নষ্ট করে ফেলেছিল। ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হয়েছে যে হেরে গেছি। মিরাজ এবং তাইজুল ভাই ভালো চেষ্টা করেছে। অসম্ভব ভালো বোলিং করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে। বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে যথেষ্ট রান ছিল না।’ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, নতুন ক্রিকেট খেলবে বাংলাদেশ। তবে সিলেট টেস্টে সেই পুরোনো ব্যর্থতার গল্প ছাড়া নতুন ক্রিকেট আর দেখা যায়নি। চারদিনেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারতে হলো টাইগারদের। এর মধ্যে প্রতিটি দিনই দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছে ক্রেইগ আরভিনের দল। ৬০ রানে অপরাজিত থেকে সিলেট টেস্টের চতুর্থ দিন শুরু করেছিলেন শান্ত। দলকে জয়ের মতো স্কোরে নিয়ে যেতে তার ব্যাটেই তাকিয়ে ছিল দল। কিন্তু দিনের দ্বিতীয় বলেই তিনি দলের প্রত্যাশাকে কবর দিয়ে উইকেট বিলিয়ে ফেরেন ড্রেসিং রুমে। ব্লেসিং মুজারাবানির একটি নিরীহ শর্ট বলে দৃষ্টিকটূ শটে ধরা পড়েন ফাইন লেগে। তার আউটের একটু পর বিদায় নেন মেহেদী হাসান মিরাজও। অধিনায়ক ও সহ-অধিনায়কের পরপর বিদায়েই যে ধাক্কা খায় বাংলদেশ, সেখান থেকে আর বের হতে পারেনি দল। ম্যাচ হারার পর শান্ত বললেন, দিনের শুরুতেই সর্বনাশ হয়ে গেছে তাদের। সেখানে নিয়ামক তিনি নিজেই। ‘আমার কাছে তাই মনে হয় (দিনের প্রথম পাঁচ ওভারেই সব শেষ)। আমার আউটটা পুরো খেলাটা, আমাদের ব্যাটিংটা নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় ওই মোমেন্টাম ওরা পাওয়াতে আমরা খেলাটা হেরে গেছি।’ এমনিতে পুল শট খারাপ খেলেন না শান্ত। তবে দিনের শুরুতে মাঠের আলোর সঙ্গে চোখ সয়ে যাওয়া, উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। পুল-হুকের মতো শটের ক্ষেত্রে তাই একটু সতর্ক থাকতে হয়। সময় নিয়ে থিতু হওয়ার আগে ওসব শট খেললে ঝুঁকির সুযোগ থাকে বেশি। ভুল করার পর শান্তর উপলব্ধি, দিনের শুরুতেই ওই শট খেলা তার উচিত হয়নি। ‘আমার সবসময় রানের জন্য চিন্তা থাকে। স্কোরিংয়ের সুযোগ পেলে ওটাই পরিকল্পনা থাকে। যেটায় আউট হয়েছি, আমার মনে হয়েছে যে, হ্যাঁ, সময় নিতে পারতাম। আরেকটু সময় নিতে পারতাম। দিনের দ্বিতীয় বল ছিল, আরেকটু সময় নিলে আরও ভালো হতো। তবে এই শট (পুল) আমি খেলি। পাশাপাশি এটাও বলতে হবে, দলের যা পরিস্থিতি ছিল, আমার মনে হয়, (শটটি) না খেললেও পারতাম।’
ক্রিকেট
আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি -শান্ত
প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী জিম্বাবুয়ে।
Printed Edition
