একজনের অভিষেকটা স্মরণীয় হলো, কিন্তু দিন শেষে নায়ক বনে গেলেন আরেকজন। নিউজিল্যান্ডের জার্সিতে অভিষিক্ত টিম রবিনসনের দুর্দান্ত সেঞ্চুরির জবাবে অধিনায়ক মিচেল মার্শের টর্নেডো ইনিংসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্শের তা-বে ৬ উইকেটের সহজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। জশ হ্যাজলউড ও বেন ডোয়ারশুইসের আগুনে বোলিংয়ে টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত ফিরে গেলে দলের হাল ধরেন অভিষিক্ত টিম রবিনসন। একপ্রান্ত আগলে রেখে ৬৬ বলে ১০৬ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ভর করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮১ রানের লড়াকু পুঁজি পায়। জবাবে কিউই বোলারদের ওপর রীতিমতো তা-ব চালিয়ে মাত্র ৪৩ বলে ৮৫ রানের এক ঝড়ো ইনিংস খেলে মিচেল মার্শ। মাত্র ৪৩ বলে ৮৫ রান করেন, যাতে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা। ট্রাভিস হেডের ৩১ এবং ম্যাথু শর্টের ২৯ রানের ইনিংসে জয়ের ভিত মজবুত হয়। শেষ পর্যন্ত ২১ বল হাতে রেখেই মাত্র ১৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। রবিনসনের দুর্দান্ত শতকও তাই দলের হার এড়াতে পারেনি। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।